চাঁদপুরের ফরিদগঞ্জের বাসস্ট্যান্ডের ভাইভাই সুপার মার্কেটের পশ্চিম পার্শ্বে পাটওয়ারী অটো হাউসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানে থাকা নগদ টাকা, অটোরিক্সারর ব্যাটারি ও টায়ারসহ মোট তিন লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে বলে দোকান মালিক দাবি করেছেন।
মঙ্গলবার ২৭ মে গভীর রাতে বড় ট্রাক নিয়ে প্রায় ১০ জন মুখোশপড়ে এ চুরির ঘটনা ঘটিয়েছে।
পাটওয়ারী অটো হাউসের সত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী জানান, গতকাল (২৬ মে) সোমবার রাত ৯ ঘটিকার সময় আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই। এরপর আজ মঙ্গলবার সকাল ৮ টা ২০ মিনিটের সময় দোকানে এসে দেখি আমার দোকানের সাটারের ৮ তালা ভাঙা এবং দোকান খোলা। আমি দোকানে প্রবেশ করে দেখি দোকানের ভিতরে এলোমেলো অবস্থায়। কি কি চুরি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, দোকানে থাকা
৮ পিস নতুন অটোরিকশার ব্যাটারি ও পুরাতন ৩ ব্যাটারি এবং ২৯ পিস টায়ার, দোকানের ক্যাসে থাকা প্রায় ৭০ হাজার টাকা চোরের দল নিয়ে যায়।
তিনি আরো বলেন, জনগুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডের মতো এলাকায় চোরের দল ৮ টা তালা ও দুটি এঙ্গেল ভেঙে দোকানে ঢুকে। কেউই দেখলোনা। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, চোরের দল একটি ট্রাক নিয়ে দোকানের সামনের এসে দাঁড়ায়। এরপর ১টা ৫৭ মিনিটের সময় দোকানে প্রবেশ করে। তার প্রায় ১০-১২ মুখোশ পরিহিত অবস্থায় দেখে গেছে। চোরের দল প্রায় ৩ লক্ষ্য টাকার মালামাল নিয়ে যায়।
চুরির ঘটনা শুনে সকালেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ নিউজ লেখা পর্যন্ত চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, চুরির ঘটনায় শুনেই ঘটনাস্থলে গিয়ে পুলিশ পর্যবেক্ষণ করে আসছে। চোরদের সনাক্তের চেষ্টা চলছে।
স্টাফ করেসপন্ডেট,২৭ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur