চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও মিলাদ বুধবার (১৩ জুলাই) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়াম্যান এইএচ এম হারুন অর রশিদ।
তিনি তার বক্তব্যে বলেন, ‘২নং বালিথুবা পূর্ব ইউনিয়নবাসী ভোটের মাধ্যমে আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি সততা ও নিষ্ঠার সাথে শতভাগ পালন করবো। আপনাদের সকলকে সাথে নিয়ে পূর্ব বালিথুবা ইউনিয়নকে একটি উন্নয়নের মডেল ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।’
তিনি বলেন, ‘আমি কোনো দলের চেয়ারম্যান না, আমি এই ইউনিয়নবাসীর চেয়ারম্যান হতে চাই। তাই আগামি দিনে আপনাদের সাথে নিয়ে উন্নয়নের পাশাপাশি ঐক্যবদ্ধভাবে এ ইউনিয়নকে মাদক, বাল্য বিয়ে, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতনসহ সকল অসামাজিক কার্যকলাপ মুক্ত করবো। আমি আশা করবো আগামি দিনগুলোতে আপনারা আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করবেন।’
অন্যানের মাঝে বক্তব্য রাখেন রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মানসুর আহমেদ, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডার শহিদউল্লাহ্ তপাদার, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ ভূইয়া, ১নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল হাই মজুমদার, সাংবাদিক জসিম উদ্দিন মিয়াজী, ৮নং ওয়ার্ড মেম্বার আ. সাত্তার মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল খায়ের, বালিথুবা ওয়াদুদিয়া দাখিল মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির, ইউনিয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন মাস্টার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মহসিন তপাদার, এলাকাবাসীর পক্ষে মো. নজরুল ইসলাম বাচ্চু।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বালিথুবা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু ইউসুফ মিয়া।
ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৫:০০ এএম, ১৩ জুলাই ২০১৬, বুধবার
ডিএইচ