করোনা ভাইরাসজনিত আতংক ও জনসমাগম রুখতে চাঁদপুরের ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন স্থগিত করেছে প্রশাসন। ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি বলেন, ব্যাপক জনসমাগম রুখতে আগামী ২৮ মার্চ অনুষ্ঠিতব্য ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে স্থগিত ঘোষণা করেছি।
এছাড়াও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ধর্মীয় সমাবেশগুলো স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি অনুরোধ জানিয়েছেন।
ফরিদগঞ্জে সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার ৬জন প্রবাসীর বাড়িতে গিয়ে ৪ জনকে পেলেও অন্য দুইজন অন্যত্র সরে গিয়েছেন বলে জেনেছেন এবং ৪ জন প্রবাসী স্ব- স্ব বাড়িতেই নিরাপদে রয়েছেন।
প্রতিবেদক : শিমুল হাছান, ১৯ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur