চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজারে ১১ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রি, নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির অপরাধে ১১ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে পরিচালনার সময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার চাঁদপুর জেলা সহকারী পরিচালক নুর হোসেন রুবেল, ফরিদগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক মাহাবুব আলমসহ পুলিশ ফোর্স।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা জানান, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান, ০৬ জুলাই ২০২৩