গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন ফরিদগঞ্জ বাজারে বিশিষ্ট ব্যবসায়ী, ঐতিহ্যবাহী আউয়াল সুইটস এর সত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আউয়াল।
রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে আছেন। তার সুস্থ্যতার জন্য পরিবারের পক্ষ সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তার ছোট ছেলে ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. খলিলুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
খলিলুর রহমান বলেন, আমার বাবা হাজী আব্দুল আউয়াল (৯০) দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। ২৫ অক্টোবর রাতে বাবার শারীরিক অবস্থা খারাপ দেখে আমরা দ্রুত হাসপাতালে ভর্তি করাই এবং অবস্থার অবনতি দেখে বাবাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
প্রতিবেদক:শিমুল হাছান,২৭ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur