ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

ফরিদগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়ার সঙ্গে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে নবাগত ইউএনও ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া বলেন, আমার স্বভাব হলো, নতুন কোনো কর্মস্থলে যোগ দিলে প্রথমেই আমি নিজে ঘুরে দেখি। তারপর কাজ শুরু করি। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে জনগণের সঙ্গে কথা বলে সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করব। আপনারা যেহেতু এই উপজেলার সন্তান এবং সাংবাদিক হিসেবে সর্বত্র বিচরণ করেন, তাই আপনাদের সহযোগিতা পেলে আমার কাজের গতি আরও বাড়বে।

তিনি আরও বলেন, আমার ধারণা ছিল ফরিদগঞ্জ একটি উন্নত উপজেলা। কিন্তু এসে দেখলাম, অনেক কাজ এখনো বাকি। পৌরসভাটি ক শ্রেণির হলেও তা এখনো সেই মানে পৌঁছাতে পারেনি।

সভায় সাংবাদিকরা নবাগত ইউএনও সেটু কুমার বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ফরিদগঞ্জের বিভিন্ন উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত দেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এম.কে. মানিক পাঠান, সিনিয়র সাংবাদিক মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও সদস্য আবদুস ছোবহান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ রবিদাস ও এস.এম. ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, কোষাধ্যক্ষ আক্তার হোসাইন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সাহিত্য সম্পাদক মো. জাহিদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন, নির্বাহী সদস্য জাকির হোসেন সৈকত, শিমুল হাছান, আবু তালেব সর্দার, আব্দুল কাদির, ফখরুল পাঠান, মামুন হোসাইন, আমান উল্লাহ খান ফারাবী, সহযোগী সদস্য শামীম হাসান ও জসিম উদ্দিন প্রমুখ।

ফরিদগঞ্জ ব্যুরো/
২৭ অক্টোবর ২০২৫