চাঁদপুরের ফরিদগঞ্জে সপ্তাহ যাবত টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধাতায় কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। এতে প্রতিটি গ্রামেই পানিবন্দী হয়ে পড়েছেন মানুষ। অধিকাংশ বাড়িঘরে পানি উঠেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে প্রায় ৫ শাতাধিক পরিবার। এ পরিবার গুলো অর্ধাহারে অনাহারে দূর্বিসহ জীবন যাপন করছে।
আশ্রয়কেন্দে থাকা সকল মানুষদের মাঝে ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সোমবার (২৬ আগস্ট) রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি মো. মামানুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের নেতৃত্বে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের আর্থিক ও শারীরিক সহযোগীতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে খাবার বিতরণীতে অংশ গ্রহণ করেন, দেলোয়ার হোসেন বেলাল, প্রবীর চক্রবর্তী, আনিছুর রহমান সুজন, শিমুল হাছান, এস এম ইকবাল, গাজী মমিন, জাকির হোসেন সৈকত, আক্তার হোসেন, রুহুল আমিন খাঁন স্বপন, আব্দুস সালাম, মামুন হোসাইন, শামীম হাসান, সাখাওয়াত হোসেন মিন্টু, জসিম উদ্দিন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৬ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur