সন্ত্রাস, মাদক এবং ইভটিজিং মুক্ত শিক্ষিত সমাজ ও সামাজিক সম্প্রীতি গড়ার লক্ষ্যে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শর্ট পিচ প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে ফরিদগঞ্জ প্রেরণা সামাজিক সংঘ।
গত শুক্রবার রাতে উক্ত খেলায় অংশ গ্রহণ করেছে ফরিদগঞ্জের ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়নের ঘনিয়া ক্রিকেট একাদশ, মানুরী ক্রিকেট একাদশ, শ্রীকালিয়া ক্রিকেট একাদশ ও ডুমুরিয়া ক্রিকেট একাদশ।
উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ঘনিয়া ক্রিকেট একাদশ এবং রানার্সআপ হয়েছে শ্রীকালিয়া ক্রিকেট একাদশ।
উক্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর প্রিন্সিপাল কাজী ফারুকী, কলেজের অধ্যাপক অত্র এলাকার কৃতি সন্তান মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট ব্যাংকার আনোয়ার হোসেন, ইউপি সদস্য তুহিন বেপারী ও আল আমিন। এসময় অত্র এলাকার আরও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur