ফরিদগঞ্জ পৌর প্রশাসকের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার নবনিযুক্ত প্রশাসকের দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নবনিযুক্ত পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া সদ্য বিদায়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া-র নিকট থেকে দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নবনিযুক্ত প্রশাসক সেটু কুমার বড়ুয়া পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা ও নাগরিক সেবা আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, সরকারের জনবান্ধব নীতি বাস্তবায়নে ফরিদগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও সেবা-কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। নাগরিকদের সহযোগিতায় পৌরসভার প্রতিটি সেবা হবে আরও সহজলভ্য ও স্বচ্ছ।
অন্যদিকে সদ্য বিদায়ী প্রশাসক সুলতানা রাজিয়া তাঁর দায়িত্বকালীন সময়ে সহযোগিতা করার জন্য পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ফরিদগঞ্জ পৌরসভা ইতিমধ্যে উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের পথে রয়েছে। নতুন প্রশাসক সেটু কুমার বড়ুয়া এই ধারাবাহিকতা আরও এগিয়ে নেবেন বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত প্রশাসকের হাতে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উভয়ের মধ্যে সৌজন্য ক্রেস্ট বিনিময় অনুষ্ঠিত হয়।
স্থানীয় প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাদের মতে, এই দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে ফরিদগঞ্জ পৌর প্রশাসনের কার্যক্রমে নতুন গতি ও ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৪ অক্টোবর ২০২৫