ফরিদগঞ্জ পৌরসভা প্রশাসককে বিদায় সংবর্ধনা
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়াকে বিদায় সংবর্ধনা দিয়েছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে পৌরসভা কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্বকালীন সময়ে সুলতানা রাজিয়া নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেছবাহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, সচিব শাহ্ সুফিয়ান খানসহ পৌরসভার হিসাব কর্মকর্তা, সহকারী কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের কর্মচারীবৃন্দ।
সংবর্ধনা শেষে সুলতানা রাজিয়া সহকর্মী ও পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
ফরিদগঞ্জের মানুষ ও সহকর্মীদের ভালোবাসা আমি সারাজীবন মনে রাখব। প্রশাসনিক দায়িত্বের বাইরেও এই এলাকার সঙ্গে আমার এক আবেগের সম্পর্ক গড়ে উঠেছে।
অনুষ্ঠান শেষে পৌরসভার কর্মকর্তারা তাঁর হাতে স্মারক উপহার তুলে দেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
৯ অক্টোবর ২০২৫