ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
২৬ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্যা তপাদারের সভাপতিত্বে নৌকার মেয়র প্রার্থী বলেন, একসাথে দেশের জন্য অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করার সাথে সাথে দীর্ঘ দিন আমি আপনাদের সাথে রাজনীতি করেছি। আমার শেষ জীবনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে মূল্যায়ন করে উন্নয়নের প্রতিক নৌকা মার্কা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। তাই স্বাধীনতার প্রতিক নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে সকলকে একত্রে কাজ করতে হবে। কারণ নৌকা হল উন্নয়নের প্রতিক,মুক্তিযুদ্ধের প্রতিক।
আপনারা মুক্তিযুদ্ধকালীন দেশকে স্বাধীন করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক এমনিভাবে পৌরবাসীর সকল নাগরিকদের কাছে গিয়ে নৌকা প্রতিক ভোট চাইবেন,সবাই সরকারের সকল প্রকার উন্নয়নের কথা তুলে ধরবেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন,সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাবিলদার তাফাজ্জল হোসেন,সমাজ কল্যান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফর আলী,সেক্টর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্যাহ তালুকদার , বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আ: ছামাদ, মানিক পাটওয়ারী, আ: আউয়াল, আ: কাদের পাটওয়ারী, সুবেদর শামছুল হক, বাদশা মিয়া প্রমুখ।
প্রতিবেদক:শিমুল হাছান,২৬ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur