ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ পৌর নির্বাচনকে ঘিরে ৪ স্তরের কঠোর নিরাপত্তা

র‌্যাব বিজিবি পুলিশ, এপিবিএন ও ব্যাটিলিয়ান আনসার বাহিনীর সমন্বয়ে ৪ স্তরের কঠিন নিরাপত্তা বলয় তৈরির মাধ্যমে ফরিদগঞ্জ পৌরসভার নিার্বচনের ভোট গ্রহণের কাজ চুড়ান্ত করা হয়েছে।

নির্বাচনের রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারী রোববার ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নির্বাচনে মোট ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রে ৩১০৮৪জন ভোটার প্রয়োগ করবেন। এর জন্য ১৩ কেন্দ্রের জন্য ১৩ জন প্রিসাইডিং অফিসার, ৮৮জন সহকারি প্রিসাইডিং অফিসার ও ১৭৬জন পোলিং অফিসার নিয়োগ ও প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
নির্বাচনে ওয়ার্ড অনুযায়ী ৯টি স্ট্রাইকিং ফোর্সের সাথে ৯জন নিবার্হী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটওয়ারী এবং ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাও. দেলোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত ৩টি আসনে ১১জন এবং ৯টি সাধারণ আসনের জন্য ৬২জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিবেদক:শিমুল হাছান,১২ ফেব্রুয়ারি ২০২১

Share