দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর শনিবার সন্ধায় স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ও আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদারের নির্দেশে পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক হৃদয় গাজীর নেতৃত্বে ফরিদগঞ্জের পৌরসভার সামনে থেকে মশাল মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন, পৌর ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ রহিম পাটওয়ারী,সাধারন সম্পাদক হাবীবুর রহমামন নান্নু গাজী, পৌর সেচ্ছাসেবক লীগের আহবায়ক শিমুল পাটওয়ারী, ছাত্রলীগ নেতা জীবন, শাকিল, সোহাগ, কিরন, শাওনসহ শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ১০ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur