Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ উদ্ধোধন
আওয়ামী লীগের

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ উদ্ধোধন

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামীলীগ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও নবায়ন উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৬ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা শেষে সদস্য নবায়ন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার।

এসময় পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মাহ্ফুজুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইতিহাস, ঐতিহ্য, সাফল্য ও অর্জনের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামীলীগ মানেই অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, আওয়ামী লীগ মানেই আর্ত-মানবতার সেবায় সকলের পাশে থেকে কাজ করা। বঙ্গবন্ধুর আদর্শ মানেই দেশপ্রেম। বঙ্গবন্ধুর আদর্শ মানে সৎভাবে বেঁচে থাকা। বঙ্গবন্ধু আদর্শ মানে সবার কথা ভাবা। ন্যায় কথা বলা। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হওয়া গৌরবের। বঙ্গবন্ধুর সৈনিক হওয়া গর্বের।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাওয়ালা শহীদ উল্যাহ, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম সাউদ, সাধারণ সম্পাদক আকবর হোসেন মনিরসহ পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ ও বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ সদস্য নবায়ন ও নুতন সদস্য সংগ্রহ উৎসবের উদ্বোধন করেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৭ নভেম্বর ২০২২