Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন ১৪ ফেব্রুয়ারি : ভোটার ৩১ হাজার
পৌরসভা

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন ১৪ ফেব্রুয়ারি : ভোটার ৩১ হাজার

আগামি ১৪ ফেব্রæয়াারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারণায় সরগরম পৌরসভা এলাকা। ১৯.৭৫ বর্গ কি.মি.ফরিদগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ২০টি গ্রামে নিয়ে গঠিত্। এখানে পুরুষ ভোটার রয়েছে ১৫ হাজার ৯ শত ৩৪ জন, মহিলা ভোটার রয়েছে ১৫ হাজার ১শত ৫০ জন । মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৮৪ জন ।

নৌকা, ধানের শীষ ও হাত পাখার ৩ জন মেয়র প্রার্থী এবং ৯টি ওয়ার্ডে ৬৪ জন সংরক্ষিত মহিলা আসনে ১১ জন ও কাউন্সিলর ৭৮ জন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছে।

ইতোমধ্যেই ৯৩টি কেন্দ্র ও ৮৭টি বুথের জন্যে ৯৩ জন প্রিজাইডিং, ৮৭ জন সহকারী প্রিজাইডিং ও ১৭৪ জন পোলিং কর্মকর্তার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ১১ ফেব্রুয়ারি দুপুরে জানান।

উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পারন করবেন ।

আবদুল গনি , ১১ ফেব্রুয়ারি ২০২১