চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং প্রশাসনের সঙ্গে গঠনমূলক সহযোগিতার লক্ষ্যে একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও নিরপেক্ষ সংগঠন হিসেবে “ফরিদগঞ্জ পৌরসভা নাগরিক ফোরাম” গঠন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার সচেতন নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভার মাধ্যমে এ ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে শিক্ষানুরাগী ও সমাজকর্মী, ফরিদগঞ্জ এ. আর. সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফোরামের নেতা মো. মোশাররফ হোসেন নান্নু-কে আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষক জাকির হোসেন পাটওয়ারী (জাকির স্যার)-কে যুগ্ম আহ্বায়ক এবং গবেষক ও লেখক মো. ইমাম হোসেন-কে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়াও বিভিন্ন পেশার প্রতিনিধিত্বশীল সচেতন নাগরিকদের পর্যায়ক্রমে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
ফরিদগঞ্জ পৌরসভা নাগরিক ফোরাম পৌর এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে তা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ, সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে গঠনমূলক উদ্যোগ গ্রহণ করবে সংগঠনটি।
নবগঠিত নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ফরিদগঞ্জ পৌরসভার সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৭ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur