Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ পৌরসভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী কার্ড বিতরণ
ফরিদগঞ্জ পৌরসভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী কার্ড বিতরণ

ফরিদগঞ্জ পৌরসভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী কার্ড বিতরণ

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে মেয়রের কার্যালয়ে ৫৪ জনকে বয়স্ক ভাতা, ৩০ জনকে বিধবা ভাতা ও ৩৬ জনকে প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদান করেন।

প্রতিটি কার্ডের মেয়াদ করা হয়েছে ১ বছর। প্রতি মাসে সমাজে পিছিয়ে পড়া এই ১২০ জনকে প্রতি মাসে ৪০০ টাকা করে প্রদান করা হবে।
মেয়র মাহফুজুল হকের সভাপতিত্বে কার্ড বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার সচিব এ.কে.এম খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল-১ মেয়র খলিলুর রহমান, প্যানেল মেয়র-২ মোহাম¥দ হোসেন, প্যানেল মেয়র-৩ খতেজা বেগম।

এছাড়াও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র জাকির হোসেন গাজী, ৯নং ওয়ার্ডের মুজিবুর রহমান, ৪নং ওয়ার্ডের আব্দুল মান্নান পরান, ১নং ওয়ার্ডের ইসমাইল হোসেন, ২নং ওয়ার্ডের হারুরনুর রশিদ, ৩নং ওয়ার্ডের মহসিন তালুকদার, ৫নং ওয়ার্ডের জামাল উদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, পৌরসভার ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আতাউর রহমান সোহাগ, ফরিদগঞ্জ : আপডেট, বাংলাদেশ সময় ৪:০০ এএম, ২৭ অক্টোবর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply