চাঁদপুর ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মো: মাহফুজুল হক বলেছেন, বিগত প্রায় ৫ বছরে ফরিদগঞ্জ পৌরসভার অন্তত ৭০ ভাগ উন্নয়ন কাজ সমাপ্ত হয়েছে। বেশকিছু কাজ এখনো চলমান। তার মধ্যে আজ থেকে শুরু হলো আরেকটি বড় কাজ। এভাবে কাজ চলমান থাকবে। এছাড়া মন্ত্রনালয়ে আরো অনেকগুলো প্রকল্পের জন্য কাজ জমা দেয়া হয়েছে। যেগুলো চলতি অর্থবছরেই কাজ শুরু হবে। তাহলে পৌরসভার আর কোন কাজ বাকী থাকবে না। আপনারা যদি আবারো নৌকার প্রতি তথা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি সম্মান দেখান তবে অবশ্যই আমরা সকলে মিলে ফরিদগঞ্জ পৌরসভাকে উন্নয়নের শিখরে নিয়ে যাবো।
৪ অক্টোবর,রোববার দুপুরে ফরিদগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের আসন আলী পাটওয়ারী বাড়ি সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন করার সময় একথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার সহকারি প্রকৌশলী নজরুল ইসলাম, উপসহকারি প্রকৌশলী মাহমুদুন্নবী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম পাটওয়ারী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে পৌরসভার প্রকৌশল অফিস জানায়,১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে মোট ১২শত মিটার সড়কের আরসিসি ঢালাইয়ে কাজের উন্নয়ন চলছে।
প্রতিবেদক:শিমুল হাছান,৪ অক্টোবর ২০২০