চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মঞ্জিল হোসেনের বিদায় ও নবনির্বাচিত মেয়র মোঃ মাহফুজুল হকের বরণ মঙ্গলবার বিকালে পৌরসভার মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সচিব এ.কে এম খোরশেদ আলমের পরিচালনায় ও মেয়র মাহফুজুল হকের পিতা মাও. শহীদ উল্ল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
কাউন্সিলর মোঃ মজিবুর রহমান বিদায়ী কাউন্সিলরদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরবর্তীতে বিদায়ী মেয়র মোঃ মঞ্জিল হোসেন নতুন মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায়ী বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন,‘দীর্ঘ সময় চেয়ারম্যান ও মেয়র হিসাবে দায়িত্বপালনকালে জনগনের সেবাকে সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়েছি। কাউকে কোথায়ও হয়রানি করি নাই। দায়িত্ব পালনকালে কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।’
বক্তব্য শেষে শুরু হয় আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর। বিদায়ী মেয়র নতুন মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর মেয়র মোঃ মাহফুজুল হক বক্তব্য রাখেন। তিনি বলেন,‘আমি পৌরবাসীর গোলাম হয়ে কাজ করতে চাই। জনগণের সেবা করার জন্য এসেছি। কোন ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। অনিয়ম করলে পৌর পরিষদের কাউন্সিলর, কর্মকতা-কর্মচারী এবং আমার সাথে যারা আছে তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা।’
সর্বশেষ বিদায়ী ও নতুন মেয়রকে আলিঙ্গন ও মিষ্টি মুখের মাধ্যমে বিদায় ও বরণ অনুষ্ঠান শেষ হয়।
আপডেট ১১:৫৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur