চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সারা দেশের ন্যায় পহেলা জানুয়ারী বই উৎসবের অংশ হিসেবে উপজেলার ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান।
বই বিতরন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ফারুক পাটওয়ারীর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাসিনা বেগম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আকবর হোসেন মনির, আ’লীগ নেতা আব্বাস উদ্দিন প্রমূখ।
এর পরে উপজেলা চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান, কেরোয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়, বিরামপুর বাজার শহীদ জাবেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : শিমুল হাছান, ১ জানুয়ারি ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur