ফরিদগঞ্জ বিআরডিবি নির্বাচন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি)-এর নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারীকে পরাজিত করে জয় লাভ করেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। নির্বাচনে মোট ১৯৮ জন ভোটারের মধ্যে ১৮২ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেন এবং ১৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাতা প্রতীকে ১০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু। অপরদিকে চেয়ার প্রতীকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী পেয়েছেন ৬৮ ভোট।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে নুরু নবী মানিক এবং সদস্য পদে মোতালেব পাটওয়ারী, মানিক চন্দ্র দাস ও ফরিদ আহম্মেদ খান নির্বাচিত হন।
বিকাল সাড়ে ৩টায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মতলব উত্তর উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন ঘিরে সমবায় কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৩ ডিসেম্বর ২০২৫