উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৭ মে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পযর্ন্ত বিরতিহীন ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
সভাপতি পদে ৪ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন, ৫৪ ভোট পেয়ে আব্দুল কাদের পাটওয়ারী সভাপতি নির্বাচিত হয়। সাধারন সম্পাদক পদে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ করেন, এতে ৪১ ভোট পেয়ে মো. সালাউদ্দিন সাধারন সম্পাদক নির্বাচিত হয়।
এছাড়া অপর ১১টি পদে নির্বাচিতরা হচ্ছেন, সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন পাঠান, সহ- সাধারণ সম্পাদক ওসমান গণি মিঠু, কোষাধ্যক্ষ মোঃ কামাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ, প্রচার ও ক্রীড়া সম্পাদক মোঃ জানে আলম জুয়েল, সদস্য মোঃ রুহুল কুদ্দুছ, মোঃ জহিরুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ আহামিম খান শামিম, মোঃ আমির হোসেন।
নির্বাচনে ১০১ ভোটারের মধ্যে ৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে উপদেষ্টা দায়িত্ব পালন করেন, ফরিদগঞ্জ সাবরেজিস্টার আরিফুর রহমান।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দলিল লেখক মোঃ হুমায়ূন কবির, সহ-নির্বাচন কমিশনার সুলতান মাহমুদ, আলাউদ্দিন, আঃ করিম পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা দলিল লেখক সমিতির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদকখায়রুল আলম বিল্লাল ও কোষাধ্যক্ষ এম আই মমিন খান। পরে নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur