ফরিদগঞ্জ থানার দক্ষিণ পাশে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার দক্ষিণ পাশে অবস্থিত “মা জুয়েলার্স” দোকানে সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। দোকান মালিকের দাবি চোরের দল প্রায় শত ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) গভীর রাতে থানার বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা। এ সময় তিনি দোকান মালিক মন্টু কর্মকারসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন।

মন্টু কর্মকার জানান, রাতে দোকানের শাটার ভেঙে ভিতরে ঢুকে স্বর্ণের বোল্ট ভেঙে প্রায় শত ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা।

তবে চুরির ঘটনাটিকে সন্দেহজনক” বলে মনে করছেন স্থানীয়রা।

চরপোয়া ভূঁইয়া বাড়ির এক নারী জানান, আমি তিন মাস আগে একটি আংটি ও কানের দুল বন্ধক রেখে ২১ হাজার টাকা নিয়েছিলাম। আজ শুনে এসেছি দোকানে চুরি হয়েছে—আমার স্বর্ণগুলো কোথায় জানতে।

একই এলাকার শরিফা বেগম বলেন,
আমি প্রায় দুই লক্ষ টাকার স্বর্ণ বন্ধক রেখেছিলাম। চুরির খবর শুনে ছুটে এসেছি জানতে, আমার গয়নাগুলো আছে কি না।

ভাটিয়ালপুর এলাকার শাহাদাত জানান, দুই মাস আগে একটি বেসলেট, আংটি ও চেইন বন্ধক রেখে ১ লাখ ২০ হাজার টাকা নিয়েছিলাম। আজ এসে শুনছি দোকানে চুরি হয়েছে।

পাশের মুদি দোকানদার ওসমান গনি বলেন, সকালে এসে দেখি শত শত মানুষের ভিড়। যাদের স্বর্ণ বন্ধক আছে, সবাই খোঁজ নিচ্ছেন। তবে যতদূর জানি, দোকানে এত স্বর্ণ রাখা হয় না। থানার পাশে এমন চুরির ঘটনা বেশ রহস্যজনক।
দোকানের কর্মচারী নান্টু কর্মকার জানান, গত রাতে প্রায় ৯টার দিকে দোকান বন্ধ করে চলে যাই। সকালে শুনি দোকানে চুরি হয়েছে। আনুমানিক শত ভরিরও বেশি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমার খতিয়ে দেখছি কি পরিমান স্বর্ণ চুরি হয়েছে। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম জানান, চুরির সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিক তদন্ত চলছে, শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৬ অক্টোবর ২০২৫