চাঁদপুরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন। এছাড়াও একই থানার ওসি (তদন্ত) মো. বাহার মিয়া এবং এসআই মো. নাছির উদ্দীন জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন।
৫ ডিসেম্বর রোববার চাঁদপুর পুলিশ লাইনসে মাসিক কল্যাণ সভায় জেলার শেষ্ঠ অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন, জেলা পুলিশ সুপার মো.মিলন মাহমুদ।
এদিকে জেলায় শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল মো. সোহেল মাহমুদ সহ সকল কর্মকর্তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এসময় চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও জেলার বিভিন্ন থানার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ৬ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur