চাঁদপুরের ফরিদগঞ্জ থানা এলাকায় করোনা ভাইরাসের অজুহাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করছেন থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব।
২৩ মার্চ সোমবার সকালে থানা প্রশাসনের উদ্যোগে ফরিদগঞ্জ বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মনিটরিং করার সময় ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানান। এবং প্রতিটি দোকানিকে সঠিক মূল্য তালিকা সাটানোর নির্দেশ দেন।
মি. রকিব ব্যবসায়ীদের বলেন উদ্দেশে বলেন, কোন অসাধু ব্যবসায়ী যদি খাদ্য মজুদ করেন এমন প্রমান পাওয়া যায় তাহলে তাদের আইনের আওতায় এনে কঠিন শ^াস্তি দেওয়া হবে। তাই ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি ও ক্রেতাদের প্রয়োজনের অধিক পণ্য না কেনার অনুরোধ করেন ।
এদিকে সদ্য বিদেশফেরত সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্যে অনুরোধ করেন। সেই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী কেউ যদি হোম কোয়ারেন্টাইন না মানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। মরনঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রতিবেদক : শিমুল হাছান, ২৩ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur