ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র চিংড়ি প্রতিকের প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণা করার অভিযোগে দলিয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু এবং সদস্যসচিব আবু ইউছুফ চৌধুরী শাওনকে তাঁদের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (৩১ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এ বিষয়ে জারি করা নির্দেশনায় বলা হয়, বহিষ্কৃত দুই নেতার সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক সম্পর্ক রাখবেন না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (সহ-সভাপতির পদমর্যাদা) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদক: শিমুল হাছান,
৩১ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur