ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ০৬নং গুপ্টি (পশ্চিম) ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

এতে আজাদ হোসেন রবিনকে সভাপতি এবং আব্দুল করিমকে সিনিয়র সহ-সভাপতি ও আরমান হোসেন রানাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দেয়।

একই সাথে এই কমিটিকে আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা ছাত্রলীগের দপ্তরে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। এছাড়া এ কমিটির মেয়াদ এক বছর থাকবে বলে সাংবাদিকদের জানান উপজেলা ছাত্রলীগ।

এদিকে দীর্ঘ একযুগ পর বহু প্রত্যাশিত ছাত্রলীগের কমিটি পেয়ে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় নেন ইউনিয়ন ছাত্রলীগ।

: আপডেট, বাংলাদেশ সময় ০৬:০০ পিএম, ২০ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- আহসান হাবিব
Share