ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের কৃতি সন্তান, জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি ও চাঁদপুর আদালতের সহকারী পিপি এডভোকেট মাহাবুব আলমকে চেয়ারম্যান প্রার্থী করার লক্ষে নিজ এলাকার সর্বস্তরের জনগণ ও ৭, ৮, ৯ নং ওয়ার্ড আ’লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি শুক্রবার বিকেলে ইউনিয়নের লাউতলী ডা. রশিদ আহাম্মেদ কলেজ মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৯ ওয়ার্ড আ’লীগের সভাপতি শিবলী সাদিক চৌধুরীর সভাপতিত্বে, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আশিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি, চাঁদপুর আদালতের সহকারী পিপি এডভোকেট মাহাবুব আলম, লাউতলী কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, ফরিদগঞ্জ বার্তার সম্পাদক মো. বিল্লাল হোসেন সাগর, ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক নাছির উদ্দীন বেপারী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম পাটওয়ারী, সহ- সভাপতি মো. আজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল আমিন, আ’লীগ নেতা ও সাবেক শিক্ষক মো. আনিছুর রহমান, আ’লীগ নেতা মো. খোরশেদ আলম মুহুরী, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোরশেদ আলম রুবেল, লাউতলী কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রাহাত পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি ডা. মো. ইয়াছিন, প্রাক্তন শিক্ষক মো. মাহমুদ মাষ্টার, সমাজ সেবক মো. ইসমাইল হোসেন খান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুক হোসেন পাটওয়ারী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম রিপন বলেন, এডভোকেট মাহাবুব আলম তরুণ প্রজন্মের অহংকার, আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী এবং নৌকার সারথি হিসেবে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিচরণ করছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলের কর্মী হিসেবে দলের প্রার্থীর পক্ষে কাজ করবো। তাছাড়া আমাদের অভিভাবক উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান ভাই যাকেই প্রার্থী হিসেবে সমর্থন করবে, আমরা তাঁর পক্ষে কাজ করবো।
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট মাহাবুব আলম বলেন, আপনাদের সন্তান হিসেবে দলমত নির্বিশেষে আমাকে যে সম্মান দেখিয়েছেন, আমি আপনাদের কাছে চিরকাল ঋনি হয়ে থাকবো।
তিনি আরো বলেন, আমি বাংলাদেশ আ’লীগের একজন কর্মী, আপনাদের কথা গুলো আমার অভিভাবক মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি মহোদয় ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান ভাইসহ দলের নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করবো, দল আমাকে মনোনয়ন দিলে আপনাদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করবো।
প্রতিবেদক:শিমুল হাছান,২২ জানুয়ারি ২০২১