চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক বাজারে অগ্নিকাণ্ডে তিনটি মৎস আড়ৎসহ প্রায় ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।রোববার (২ সেপ্টেম্বর) ভোর চারটা দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে তিনটি আড়ৎসহ ১৫ টিরও অধিক দোকান পুড়ে যায়। এ ঘটনায় প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur