Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ কেন্দ্রিয় সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত
faridganj..

ফরিদগঞ্জ কেন্দ্রিয় সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লি.এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা রোববার দুপুরে উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কেন্দ্রিয় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জাহিদুল ইসলাম রোমান।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সংবর্ধনা গ্রহণ করেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় প্রবীণ সমবায়ী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী,ফরিদগঞ্জ উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া,পরিচালনা করেন কাউসার আহমেদ।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক রফিকুল ইসলাম কাজল,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুর রহমান বাবলু,উপজেলা আওয়ামীলী শ্রমিক লীগের সভাপতি হানীফ কাজী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তসলিম আহমেদ,জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু,পৌরসভা মহিলা আওয়ামীলীগের সভাপতি আজমুর বেগম।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান,সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন, জেলা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ,উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ,এআরডিও আবু শামিম,সাখাওয়াত হোসেন, উপজেলা ফরিদগঞ্জ কেন্দ্রিয় সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত সমিতির ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী,পরিচালক মোতালেব পাটওয়ারী,বিল্লাল হোসেন তালুকদার,সাইফুল ইসলাম পাটওয়ারী, মাওলানা হানিফ,ফজলুল হক,পরিদর্শক শফিকুর রহমান,আজাদুর রহমান, জহিরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান বাধঁন পাটওয়ারী, বাকিবিল্লাহ সোহাগ প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় উপজেলার ৯টি প্রাথমিক সমিতির সভাপতি বা ম্যানপজারের কাছে তাদের বার্ষিক ভালো লেনদেন এবং কর্মকান্ডে জন্য পুষ্কার প্রদান করা হয়। এরপর কেন্দ্রিয় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল এর নিজস্ব অর্থায়নে উপজেলার প্রাথমিক সমিতির সভাপতি বা ম্যানেজারদের মাঝে জাতীর জনকের জন্মশতবর্ষ উপলক্ষে এর লগো সম্বলিত মগ বিতরণ করা হয়।

সিনিয়র করেসপন্ডেন্ট , ১ মার্চ ২০২১