ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে ১ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর পদ প্রার্থী মোস্তফা কামাল সুমন নেতা- কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করেন করেছেন।
এর আগে, নির্বাচনে প্রতিক বরাদ্দের পর থেকে প্রতিনিয়ত বাড়ি বাড়ি উঠান বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ফাইল কেবিনেট মার্কায় ভোট প্রার্থনা করেন এবং ব্যাপক সাড়া পেয়েছেন তিনি।
নির্বাচন প্রচার- প্রচারনা নিয়ে কাউন্সিলর পদ প্রার্থী আ’লীগ নেতা মোস্তফা কামাল সুমন বলেন, ভোটারদের রায়ে বিজয়ী হতে পারলে ১ নং ওয়ার্ডের নানাবিধ সমস্যা গুলো সমাধানে সবাইকে সাথে নিয়ে এক সাথে কাজ করবো।
এছাড়াও মাদক, সন্ত্রাসও ইভটিজিং মুক্ত সমাজ গড়বো। ওয়ার্ড বাসীর সেবার মান বৃদ্ধির পাশাপাশি জনকল্যাণে করতে চাই। তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
প্রতিবেদক:শিমুল হাছান, ১২ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur