দেশে চতুর্থ ধাপে ফরিদগঞ্জ ও কচুয়াসহ ৫৫ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র পদে বিএনপির চেয়ে আওয়ামী লীগের প্রার্থীরা সাড়ে তিনগুণ ভোট বেশি পেয়েছেন। অর্থাৎ বিএনপির প্রার্থীরা পেয়েছেন ১৬ দশমিক ৪৪ শতাংশ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থীরা পেয়েছেন ৫৭ দশমিক ৬২ শতাংশ ভোট। এ নির্বাচনে বিএনপির ২৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
ভোটের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
নিয়ম অনুযায়ী, পৌরসভা নির্বাচনে প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
পৌরসভাগুলো হচ্ছে—
কচুয়া, ফরিদগঞ্জ,রানীশংকৈল, কালাই, বড়াইগ্রাম, তাহেরপুর, জীবননগর, চৌগাছা, বাঘারপাড়া ও বাগেরহাট।
আরও রয়েছে মুলাদী, গোপালপুর, বাজিতপুর, মিরকাদিম, মাধবদী, রাজবাড়ী, নগরকান্দা, আখাউড়া, দাউদকান্দি, রামগতি, পটিয়া, চন্দনাইশ ও ত্রিশাল।
সংখ্যার হিসাবে, এই ধাপে ৫২টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা পেয়েছেন ছয় লাখ সাত হাজার ৬১৮ ভোট। বিএনপির প্রার্থীরা পেয়েছেন এক লাখ ৭৩ হাজার ৩৭৮ ভোট। এর মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিল না।
এর আগে রোববার ৫৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৫৪টিতে মেয়র পদে ভোট হয়।
ঢাকা ব্যুরো চীফ,১৬ ফেব্রুয়ারি ২০২১