প্রথম বারের মতো ফরিদগঞ্জ উপজেলার পরিষদের ২০১৯-২০ অর্থবছরের ৪ কোটি ৩৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়।
২৬ জুন (বুধবার) উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত উন্মুক্ত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জাহিদুল ইসলাম রোমান এর সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আলী আফরোজ। বিভিন্ন তহবিলসহ বাজেট ৪ কোটি ৩৬ লক্ষ টাকা।
এ সময় তিনি বলেন,‘বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী উপজেলা পরিষদ গঠনের লক্ষ্যে বিভিন্ন প্রদক্ষেপ হাতে নিয়েছেন। তাছাড়া উপজেলা পরিষদ তৃনমূল পর্যায়ে রাস্তা,ঘাট,স্কুল- কলেজসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, পৌর মেয়র মাহ্ফুজুল হক, অফিসার ইনচার্জ আব্দুর রকিব, উপজেলা প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, প্রেসক্লাবের সভাপতি এমকে মানিক পাঠান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেলাল প্রমূখ।
প্রতিবেদক : মো.শিমুল হাছান
২৬ জুন ২০১৯