চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমানের রোগমুক্তি কামনায় বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা জামে মসজিদে বাদ আছর শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটোয়ারি।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মাও. শারাফতউল্ল্যা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির খাঁন বাবু, যুগ্ন-সাধারন সম্পাদক জাহিদুল হাসান শিপন পাটোওয়ারী, জসিমউদ্দিন বাচ্ছু, কবির পাটোওয়ারী,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন লিটন।
আওয়ামী লীগ নেতা ইমারান চৌধুরী, খোকন পাটোওয়ারী, শরিফ মজুমদার, মুকলেছুর রহমান, ইউপি সদস্য নুর মোহাম্দ, মুক্তিযুদ্ধা ওহিদুল ইসলাম, শিক্ষক নেতা আবুল কালাম মাষ্টার ও ফারুক হোসেন, যুবলীগ নেতা সুমন, তাওহীদ, নুরে আলম ও ছাত্রলীগের নেতা নাছির পাটোওয়ারী নিরব প্রমুখ।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,২৮ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur