চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের রোগ মুক্তি কামনা এবং সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনু্ষ্ঠিত হয়েছে।২৭ অক্টোবর মঙ্গলবার বাদ আসর চাঁদপুর জোলা ছাত্রলীগের সাবেকক উপ প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন রিয়াদ এবং পৌর ৪নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে শহরের পুরাণবাজারে ইসলামিয়া জামে মসজিদে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মসজিদের ইমাম মাওলানা মামুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, পুরাণবাজার ডিগ্রী কলেজের প্রভাষক ফাহাদ বির রশিদ, জোলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সোলায়মান হোসেন রাজু, পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাব্বির গাজী, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, পৌর ছাত্রলীগ নেতা নোবেল মিয়াজী, ফরিদ সর্দার, সজিব গাজী, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক তানভির আলমসহ জোলা ছাত্রলীগ, পৌর এবং ৪নং ওয়ার্ড ছাত্রলীগের বিভিন্ন পর্যাযের নেতাকর্মী।
মিলাদ শেষে মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়।
প্রতিবেদক:আশিক বিন রহিম,২৭ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur