ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৭ আগস্টের স্মারকের প্রেক্ষিতে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার এই কমিটি গঠন করা হয়।

পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়াকে আহ্বায়ক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিনকে সদস্য সচিব করে গঠিত ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অন্য সদস্যরা হলেন, স্থানীয় ক্রীড়ানুরাগী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, স্থানীয় ক্রীড়া সংগঠক ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ক্রিকেটার ও ছাত্র প্রতিনিধি সাদ্দাম হোসেন এবং ক্রীড়া সাংবাদিক শামীম হাসান।

স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, সারা বছর মাঠের খেলায় ফরিদগঞ্জকে সরব রাখতে নবগঠিত এই এডহক কমিটি ভূমিকা রাখবে।

প্রতিবেদক: শিমুল হাছান, ৭ জানুয়ারি ২০২৪

Share