ফরিদগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার এর ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন ও উপজেলা শিক্ষা কমকর্তা মোঃ ফরিদ উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে ওই ফলাফল হস্তান্তর করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ মকবুল আহম্মেদ (বিএসসি), সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রহিত-উল ইসলাম (প্রিন্স) ও কোষাধক্ষ্য মাও. জাকির হোসেন। প্রতি বছরের ন্যায় এবারের মেধাবৃত্তি পরীক্ষায় ৫’শ ১০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮০ জন বিভিন্ন গ্রেডে ভিত্তি লাভ করে। ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে সর্বমোট গোল্ডেন এ প্লাস পেয়েছে ১৬ জন, ট্যালেন্ড পুলে ৯৩ জন ও সাধারণ গ্রেডে ৭১ জন।
১ম শ্রেণি
গোল্ডেন এ প্লাস প্রাপ্তরা হচ্ছে রোল নং ৪২৮, ৪৬৯ = ২জন।
ট্যালেন্ড পুল প্রাপ্তদের রোল নং ৪০১, ৪০৭, ৪২৬, ৪২৭, ৪২৯, ৪৩৭, ৪৩৮, ৪৫০, ৪৫১, ৪৫৩, ৪৫৫, ৪৫৭, ৪৫৯, ৪৬৭, ৪৭১, ৪৭২, ৪৭৭, ৪৭৯, ৪৮১, ৪৮২, ৪৮৪, ৪৮৫, ৪৮৬, ৪৮৭, ৪৮৮, ৪৮৯, ৪৯০, ৪৯৪, ৪৯৫, ৪৯৯, ৫০০, ৫০১ = ৩২ জন।
সাধারণ গ্রেড প্রাপ্তদের রোল নং ৪০২, ৪০৩, ৪০৮, ৪১৩, ৪৩১, ৪৩৯, ৪৬১, ৪৬৪, ৪৭৩, ৪৮০, ৪৮৩, ৪৯৮ = ১২ জন।
২য় শেণি
গোল্ডন এ প্লাস প্রাপ্তদের রোল নং ৫৫২, ৫৫৪, ৫৫৬, ৫৫৭, ৫৫৮, ৫৮৯, ৫৯০, ৫৯২, ৫৯৬, ৫৯৭, ৫৯৮, ৬০০, ৬১৭, ৬১৯ = ১৪ জন।
ট্যালেন্ট পুল প্রাপ্তদের রোল নং ৫৫৩, ৫৫৯, ৫৭০, ৫৭২, ৫৭৩, ৫৭৪, ৫৭৫, ৫৭৮, ৫৮০, ৫৮১, ৫৮৭, ৫৮৮, ৫৯১, ৫৯৩, ৬০১, ৬০২, ৬০৫, ৬১১, ৬১৩, ৬১৬, ৬১৮, ৬২০, ৬২১, ৬২৪, ৬২৫, ৬২৬, ৬৩৮, ৬৪১, ৬৪২, ৬৪৩, ৬৪৪, ৬৪৬, ৬৫৪ = ৩৩ জন।
সাধারণ গ্রেড প্রাপ্তদের রোল নং ৫৬০, ৫৬৫, ৫৬৯, ৫৭৯, ৫৯৪, ৬০৩, ৬০৭, ৬০৯, ৬১৫, ৬২২, ৬২৯, ৬৪৫, ৬৪৮, ৬৪৯, ৬৫৬, ৬৫৭, ৬৫৮ = ১৭ জন।
৩য় শ্রেণি
ট্যালেন্ট পুল প্রাপ্তদের রোল নং ৬৮২, ৬৮৪, ৬৯০, ৬৯৮, ৬৯৯, ৭০০, ৭০১, ৭০৩, ৭০৭, ৭০৯, ৭১৭, ৭২৬, ৭২৭, ৭৩০, ৭৪১, ৭৪২, ৭৫৯, ৭৬০ = ১৮ জন।
সাধারণ গ্রেড প্রাপ্তদের রোল নং ৬৮৩, ৬৯৪, ৬৯৫, ৭০৪, ৭০৫, ৭০৬, ৭০৮, ৭১৮, ৭২৩, ৭২৮, ৭২৯, ৭৩১, ৭৩৭, ৭৩৮, ৭৪০, ৭৪৫, ৭৬৫, ৭৬৭, ৭৬৮ = ১৯ জন।
৪র্থ শ্রেণি
ট্যালেন্ট পুল প্রাপ্তদের রোল নং ৮৪৯ = ০১ জন।
সাধারণ গ্রেড প্রাপ্তদের রোল নং ৭৯১, ৭৯২, ৭৯৪, ৮০৮, ৮০৯, ৮১৬, ৮১৭, ৮১৮, ৮১৯, ৮৩৭, ৮৩৯, ৮৪৭, ৮৫০ = ১৩ জন।
৫ম শ্রেণি
ট্যালেন্ট পুল প্রাপ্তদের রোল নং ৮৭২, ৮৭৭, ৮৮২, ৮৮৩, ৮৯৪, ৯৯৬, ৮৯৯, ৯০৩, ৯০৫ = ০৯ জন।
সাধারণ গ্রেড প্রাপ্তদের রোল নং ৮৬৯, ৮৭৫, ৮৭৬, ৮৮৫, ৮৮৭, ৮৮৯, ৮৯৫, ৯০০, ৯১১, ৯১২ = ১০ জন।
|| আপডেট: ০৮:১০ অপরাহ্ন, ১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
এমআরআর