চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি’র তিন প্রার্থী নির্বাচন অফিস থেকে তাদের মনোয়ন পত্র উত্তোলন করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয় পত্র দাখিল করতে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে বলে তাদের অনুসারীরা জানিয়েছে।
এই ৩ প্রার্থী হলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফরিদগঞ্জের সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব এম এ হান্নান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সমাজসেবক মোতাহার হোসেন পাটওয়ারী।
আলহাজ্ব এম এ হান্নানের মনোনয়ন পত্র নেয়া হয়েছে উপজেলা নির্বাচন অফিস থেকে। সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ ও মোতাহার হোসেনের মনোনয়ন পত্র নেয়া হয়েছে জেলা নির্বাচন অফিস থেকে।
রোববার(২৫ নভেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত উক্ত আসনে বিএনপির মনোনীত চুড়ান্ত প্রার্থী মূলত কে ? তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদক: আতাউর রহমান সোহাগ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur