Home / খেলাধুলা / ফরিদগঞ্জ আসছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার
জাতীয়

ফরিদগঞ্জ আসছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার

ঐতিহ্যবাহী গৃদকালিন্দিয়া মাঠে ক্রিকেট টুনামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে ২৩ ডিসেম্বর সোমবার সকাল ১১ ঘটিকায়। গৃদকালিন্দিয়া টুনামেন্ট উদ্বোধন করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর আয়োজক কমিটি এবং হাবিবুল বাসার সুমনের একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ টুর্নামেন্টে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে ১২ টি দল। এবছর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন প্রাইজ মানি ২ লক্ষ টাকা।

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ার মৌলভী আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে এর আগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হলেও এবারের টুর্নামেন্টে থাকছে বেশ কিছু চমক। এ বছর শিরোপা অর্জনের লড়াইয়ে মাস ব্যাপি এই টুর্নামেন্টে মোট ১৯ টি ম্যাচ খেলবে অংশগ্রহণকারী ১২ দল। চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ মানি হিসেবে থাকবে ২ লক্ষ টাকা এবং রানার্সআপ দলের জন্য থাকবে এক লক্ষ টাকা।

টুর্নামেন্টকে আকর্ষণীয় ও বর্ণীল ভাবে উপস্থাপন করতে উদ্বোধনের আগের রাত থেকেই হবে জমকালো আতশ বাজি। পরদিন মাঠের খেলায় হবে জমকালো উদ্বোধন।

শুধু মাত্র জমকালো উদ্বোধনী আয়োজনই নয়, পুরো টুর্নামেন্টের সবগুলো খেলা “এজওউঅকঅখওঘউওঅ ঈজওঈকঊঞ ঞঙটজঘঅগঊঘঞ ২০২৪” পেজবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করবে “ই স্পোর্টস” অনলাইন ব্রডকাস্টিং প্রতিষ্ঠান। খেলার মাঠে থাকবে ভিআইপি গ্যালারিও। ভিন্ন দলের হয়ে ব্যাট ও বল হাতে আলো ছড়াবেন দেশ সেরা টেপটেনিস ক্রিকেটার, বাবলু আহমেদ (হেলিকাপ্টার বাবলু) রাসেল আহমেদ শুক্কুর (কিং শুক্কুর) ও দেশের প্রথম বিভাগ ক্রিকেট খেলা ক্রিকেটার শাহরিয়ার কোমল, সাকলাইন, রুম্মন সহ তরকা ক্রিকেটাররা। সফলতম একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে ক্রীড়া প্রেমী সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খাঁন ও সোহেল খাঁনসহ আয়োজক কমিটির সদস্য অনাগত পরিশ্রম করে যাচ্ছেন।

প্রতিবেদক: শিমুল হাছান,২১ ডিসেম্বর ২০২৪