চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়েল সমাজসেবা ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪র্থ বর্ষে পর্দাপণ উৎসব পালিত হয়েছে।
২১জুন মঙ্গলবার উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সকালে ব্লাডগ্রুপিং কার্যক্রমের উদ্বোধন করে স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ। দিনব্যাপি এই কর্মসূচী প্রায় ৫শতাধিক শিক্ষার্থী নিজেদের ব্লাডগ্রুপিংয়ে অংশ নেয়। বিকালে স্থানীয় রাউফেন মজিদ স্মৃতি পাঠাগারে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মো. বুলবুল আহমেদ এর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারেভজ মোশারফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান আব্দুল সালাম আজাদ জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সম্পাদক যুগান্তর প্রতিনিধি প্রবীর চক্রবর্তী, রাউফেন মজিদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, খাজুরিয়া বহুমুখি উচ্চ বিদ্যলয়ের সহকারি প্রধান শিক্ষক শাহ জাহান গাজী, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি এস. এম ইকবাল হোসেন গুপ্টি সপ্রাবির প্রধান শিক্ষক নাছির উদ্দিন, প্রজ্জলন এর প্রতিষ্ঠাতা শামীম হাসান বক্তব্য রাখেন। আলোচনা শেষে গত ৩ বছরে সবেচেয়ে বেশি রক্তাদাতাকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। পরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।
ক্যাপশন
ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়েল সমাজসেবা ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পর্দাপণ উৎসবে বক্তব্য রাখছেন বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল।
প্রতিবেদক: শিমুল হাছান, ২১ জুন ২০২২