ফরিদগঞ্জে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে সুপারি ও টাকার প্রলোভন দেখিয়ে বলাৎকারের অভিযোগে মো. তাজাম্মল হোসেন (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাতে স্থানীয় জনগণ তাকে আটক করে ফরিদগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত তাজাম্মল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে শিশু ধর্ষণ ও নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি সকালে অভিযুক্ত তাজাম্মল হোসেন শিশুটিকে সুপারি ও টাকার প্রলোভন দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটির প্যান্ট খুলে তার ওপর বলাৎকার চালায়। ঘটনার পরপরই শিশুটি ভয়ে ও লজ্জায় কাউকে কিছু জানায়নি। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে অভিযুক্ত ব্যক্তি ঘটনাটি অস্বীকার করে এবং শিশুটির পরিবারের সঙ্গে অসদাচরণ করে।

পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. তাজাম্মল হোসেন ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও (মুন্সিবাড়ি) এলাকার বাসিন্দা।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক বলেন, শিশুকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত তাজাম্মল হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফরিদগঞ্জ প্রতিনিধি/
২৭ জানুয়ারি ২০২৬