ফরিদগঞ্জে নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক দুটি স্থান থেকে এক নারী ও এক পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রাম এবং রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, খাজুরিয়া গ্রামের শফিউল্লা মোল্লার ছেলে বিটু মোল্লা (৪০) এবং গাব্দেরগাঁও গ্রামের বাবুল বেপারীর স্ত্রী সেলিনা বেগম (৫০)।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, বিটু মোল্লার সঙ্গে পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে স্ত্রী’র সঙ্গে বিরোধ হয়। এর পর রাতের কোনো এক সময় নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে, সেলিনা বেগমের পরিবার সূত্রে জানা যায়, ঋণের চাপ ও প্রবাসে থাকা ছেলেকে ঘিরে পারিবারিক নানা সমস্যার কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার পর শুক্রবার সকালে বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। এরপর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা থানায় নিয়ে আসেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৯ ডিসেম্বর ২০২৫