উপজেলা সংবাদ

ফরিদগঞ্জে ৪ মেয়র, ৫৪ কাউন্সিলর ও ৯ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর প্রতীক বরাদ্ধ

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৬৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ করেছে নির্বাচন কমিশন। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রার্থীদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্ধ দেন।

মেয়র প্রার্থীরা হচ্ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মঞ্জিল হোসেন (মোবাইল), আ‘লীগের মনোনীত প্রার্থী মো. মাহফুজুল হক (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন-অর রশিদ ((ধানের শীষ), ইসলামী শাসনতন্ত্র চরমোনাইয়ের প্রার্থী মো. দেলোয়ার হোসেন (হাতপাখা)।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থীরা হচ্ছেন ১নং আসন (১, ২, ৩) নং ওয়ার্ডে মোসাম্মাৎ শাহিনা বেগম (আঙ্গুর), মোসাম্মাৎ কোহিনুর বেগম (ভ্যানিটি ব্যাগ), কুসুম বেগম (কাচি), ২নং আসন (৪, ৫, ৬) ওয়ার্ডে খোদেজা বেগম (আঙ্গুর) ও সাবিনা ইয়াছমিন (কাচি) ও ৩ নং আসন (৭, ৮, ৯) ওয়ার্ডে আলেয়া আক্তার (মৌমাছি), গীতা রাণী (ভ্যানিটি ব্যাগ), ফাতেমা বেগম (কাছি) ও মাহমুদা বেগম পারুল (আঙ্গুর)।

সাধারণ কাউন্সিলর প্রার্থীরা হচ্ছেন ১নং ওয়ার্ডে ইসমাইল হোসেন (টেবিল ল্যাম্প), মাছুম বিল্লাহ (পাঞ্জাবী), মোস্তফা কামাল সুমন (উটপাখি), সুলতান আহমেদ সুমন (ডালিম), মো. শাহজালাল (পানির বোতল)।

পৌরসভার ২নং ওয়ার্ডে প্রার্থীরা হচ্ছেন মো. অহিদুর রহমান (পানির বোতল), আনোয়ার হোসেন (ডালিম), আব্দুর রব (টিউব লাইট), আবুল হাশেম (ঢেড়শ), মো. ইমাম হোসেন পাটওয়ারী (গাজর), মাও. বিল্লাল হোসেন (ব্লাকবোর্ড), মো. মোস্তফা কামাল (পাঞ্জাবী), মো. সাইফুর রহমান (উটপাখি), মো. হারুনুর রশিদ (ব্রীজ), মো. জাকির হোসেন (টেবিল ল্যাম্প)।

পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা হচ্ছেন মো. আবু সায়েম খাঁন (পাঞ্জাবী), ইউনুছ বেপারী (পানির বোতল), মো. জায়েদ হোসেন বাবুল (টেবিল ল্যাম্প), মহসিন তালুকদার (উটপাখি), মো. হুমায়ুন কবির (ডালিম)।

পৌরসভার ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হচ্ছেন আবুল কাশেম (ব্লাক বোর্ড), মো. আ. হান্নান পরান (উটপাখি), আবুল হোসেন গাজী (পানির বোতল), মো. ইকবাল হোসেন মিঠু (টেবিল ল্যাম্প), মো. নাছির উদ্দিন হাজী (ফাইল ক্যাবিনেট), রাসেল মিয়া(পাঞ্জাবী), মো. শফিকুল ইসলাম (গাজর) ও সহিদ উল্ল্যা (ডালিম)।

পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হচ্ছেন মো. আবুল কালাম(উটপাখি), মো. জামাল উদ্দিন (পাঞ্জাবী), জাহিদ হোসেন (পানির বোতল) ও মো. মামুনুর রশিদ (ডালিম)।

৬নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হচ্ছেন আব্দুল খালেক মাস্টার (ডালিম), আব্বাস উদ্দিন বেপারী টেবিল ল্যাম্প), মো. খলিলুর রহমান (উটপাখি), মাহবুব আলম জুয়েল (টিউব লাইট), মো. আলমগীর হোসেন মোল্লা (পাঞ্জাবী), মো. মজিবুর রহমান(ব্লাক বোর্ড) ও মো. সিরাজুদৌল্লাহ (পানির বোতল)।

পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হচ্ছেন আবুল খায়ের পাটওয়ারী (ঢেড়শ), এমরান হোসেন মিঝি (ব্লাক বোর্ড), মো. তাজুল ইসলাম(উটপাখি), মো. ফিরোজ মিয়া(পাঞ্জাবী) ও মোহাম্মদ হোসেন (পানির বোতল)।

পৌরসভার ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হচ্ছেন অরুন পাল (টেবিল ল্যাম্প), উৎপল চন্দ্র সাহা (ব্লাক বোর্ড), মো. জাকির হোসেন গাজী (উটপাখি), মো. নজরুল ইসলাম (পানির বোতল), মো. মুরাদ হোসেন পাটওয়ারী (পাঞ্জাবী) ও মো. লিয়াকত আলী পাটওয়ারী (ডালিম)।

পৌরসভার ৯নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হচ্ছেন মো. আব্দুল গফুর মিয়া (ডালিম), মো. মজিবুর রহমান (পানির বোতল), মো. মাহমুদুল হাছান মঞ্জু (পাঞ্জাবী), লুৎফুর রহমান (উটপাখি)।

সানাউল হক, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৭:৩৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫, সোমবার

এমআরআর  

Share