চাঁদপুর জেলা পরিষদের ফরিদগঞ্জের সদস্য পদে প্রার্থী ছিলেন তিনি। মোট ২শ ১১ ভোটের মধ্যে ভোট পেয়েছেন মাত্র ২টি। ঘুড়ি প্রতীক নিয়ে এই ২ ভোট পেয়েই তিনি বিজয়ের চিন্ন দেখিয়ে তৃপ্তির হাঁসি দিয়ে তোলা ছবি নিজের ফেইসবুক আইডিতে আপলোড করেছেন। ২ ভোট পাওয়া এই প্রার্থীর নাম হচ্ছে মিজানুর রহমান সজিব। তার গ্রামের বাড়ি গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে।
তবে খোজ নিয়ে জানা গেছে মিজানুর রহমান সজিব উক্ত ভোটে বিজয়ের কোন সম্ভাবনা না থাকলে সে ভোট চেয়েই ঘুরে বেরিয়েছেন। সে সহ মোট প্রার্থী ছিল মোট ৪ জন। বাকী ৩ প্রার্থী ছিল প্রভাবশালী।
নির্বাচনের ফলাফল ঘোষনা শেষে সজিবের এমন ছবি ফেইসবুকে পোষ্ট দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ নির্ভেজাল পুরুষ্কার।
এ প্রসঙ্গে মিজানুর রহমান সজিব রাতে এ সাংবাদিককে বলেছেন, ভাই টাকা দেয়া ছাড়া ২ ভোট পেয়েছি। এই আনন্দে আমি ভি চিহ্ন দেখিয়ে ছবি তোলে আমার ফেইসবুক আইডিতে আপলোড করে স্বস্তিতে আছি।’
প্রতিবেদক: শিমুল হাছান, ১৭ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur