চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার।
বুধবার (২৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলমের নেতৃত্বে এসআই আরিফুর রহমান সরকার, এএসআই জুমায়েত হোসেন, মাসুদ হোসেন, সঞ্জয় ও সঙ্গীয় সেনাবাহিনী ফোর্সসহ উপজেলার বালুথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও এলাকার সুতার(মহন খার) বাড়িতে অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি মহরম খাঁ সেতু (৩৮) এবং মোঃ রাকিব গাজী(২২)’কে গ্রেফতার করেন।
১২ কেজি গাঁজা উদ্ধার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ ভাবে অভিযানে পরিচালনা করে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এ উপজেলাকে মাদক মুক্ত করতে থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৩ এপ্রিল ২০২৫
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur