Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ১০ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৫৭৪৮ জন
ssc

ফরিদগঞ্জে ১০ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ৫৭৪৮ জন

চলতি বছরের স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।

এবারের এসএসসি-সমমান পরীক্ষায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৫ হাজার ৭’শ ৪৮ জন পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৪৭৯ জন এবং ছাত্রী ৩২৬৯ জন। এসএসসি- সমমান পরীক্ষায় ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীর সংখ্যা।

এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলায় ১০টি কেন্দ্রে ৫ হাজার ৭’শ ৪৮জন পরীক্ষার্থী অংশ নেবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২’শ ১ জন ছাত্র, ৩’শ ৮৭ জন ছাত্রী, মোট ৫ ’শ ৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় ১’শ ৮৩ জন ছাত্র, ২ ’শ ১৭ জন ছাত্রী ৪’শ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।

গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২’শ ৭০ জন ছাত্র , ৪’শ ৬ জন ছাত্রী, মোট ৬’শ ৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে ।

চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৩’শ ২০ জন ছাত্র, ৪’শ ৫২জন ছাত্রী, মোট ৭’শ ৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে ।

রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩’শ ৬০জন ছাত্র, ৫’শ ৪ জন ছাত্রী, মোট ৮’শ ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে ।

ফিরোজপুর জনকল্যান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২’শ ৭৭জন ছাত্র, ৩’শ ২৭জন ছাত্রী, মোট ৬’শ ৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে ।

এস এস সিতে ৬টি কেন্দ্রে ১হাজার ৬’শ ১১জন ছাত্র, ২হাজার ২’শ ৯২ জন ছাত্রী, সর্বমোট ৩ হাজার ৯’শ ৪জন পরীক্ষার্থী।

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ২’শ ৫০জন ছাত্র, ৩’শ ৫০জন ছাত্রী, মোট ৬’শ পরীক্ষার্থী অংশগ্রহন করবে ।

চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২’শ ৫৫জন ছাত্র, ৩’শ ৪৪জন ছাত্রী, মোট ৫’শ ৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে ।

রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ২’শ ০৭জন ছাত্র, ২’শ ৪৩জন ছাত্রী, মোট ৩’শ ৫০ জন পরীক্ষার্থী।

দাখিল পর্যায়ে ৭’শ ১২জন ছাত্র, ৯’শ ৩৭জন ছাত্রী , মোট ১ হাজার ৬’শ ৪৯জন পরীক্ষার্থী।
এস এস সি ভোকেশনাল, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১’শ ৫৬জন ছাত্র, ৩৯ জন ছাত্রী, মোট ১’শ ৯৫ জন শিক্ষার্থী।
ফরিদগঞ্জ উপজেলায় ১০টি কেন্দ্রে ২হাজার ৪’শ ৭৯জন ছাত্র, ৩হাজার ২’শ ৬৯ জন ছাত্রী, সর্বমোট ৫হাজার ৭’শ ৪৮ জন পরীক্ষার্থী অংশ নিবে।

প্রতিবেদক: শিমুল হাছান,১৪ সেপ্টেম্বর ২০২২