চাঁদপুরের ফরিদগঞ্জে ১০২ বছরের বৃদ্ধসহ দুই জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে ফরিদগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৩ জুন (শনিবার) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ১০ টি রিপোর্টের মধ্যে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের মানরি গ্রামের ১’শত ২ বছর বয়সি বৃদ্ধ মো. হাবিবুল্লাহ ও গবিন্দপুর দক্ষিন ইউনিয়নের চরবাগর গ্রামের খাতেনুর জান্নােত এর রিপোর্ট পজিটিভ আসে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী চাঁদপুর টাইমসকে জানান, শনি বার ১০ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ২ জনের করোনা পজিটিভ। তিনি আরো জানান, এই পর্যন্ত উপজেলা থেকে মোট ২৭৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এর মধ্যে ২৪৭টি রিপোর্ট এসেছে। ২৮টি অপেক্ষমান রয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন।
এদিকে করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির নির্দেশনায় আক্রান্তদের বাড়িগুলো সম্পূর্ন লকডাউন করে দিয়েছে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
প্রতিবেদক : শিমুল হাছান, ১৩ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur