ফরিদগঞ্জে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, ফের গ্রেফতার ৪
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ ফারুক হোসেন (৩৬) নামের এক চোর ও মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ফারুকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের মানরী এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন রবিবার (২৪ আগস্ট) সকালে হ্যান্ডকাফসহ পলাতক ফারুককে পুনরায় গ্রেফতার করা হয়। ওই দিনই গ্রেফতারকৃত চারজনকে আদালতে প্রেরণ করে পুলিশ। বিষয়টি ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম নিশ্চিত করেছেন।
মাদক ব্যবসায়ী ও কুখ্যাত চোর ফারুক হোসেন মানরী এলাকার আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে মানরী এলাকার নিজ বাড়ি থেকে ফারুককে গ্রেফতার করে। তাকে থানায় নেওয়ার পথে স্থানীয় মানরী বাজারের সামনে পৌঁছলে ফারুকের স্ত্রী, ভাই মাদক কারবারি হাসান আত্মীয়-স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় তারা পুলিশের হাত থেকে হ্যান্ডকাফ পরা ফারুককে ছিনিয়ে নেয়।
ফারুকের বিরুদ্ধে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও পার্শ্ববর্তী জেলার রামগঞ্জে মাদক চুরিসহ ৬ মামলা চলমান রয়েছে।
হামলায় এএসআই দেলোয়ার হোসেন, আহাল উল্লাহ এবং কনস্টেবল ইসমাইল আহত হন। পরে তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় পুলিশ ফারুকের স্ত্রী কুলসুমা প্রভা বৃষ্টি (২৮), কুখ্যাত চোর হাসানের স্ত্রী ঝর্ণা বেগম (৩৩), তানিয়া আক্তার (২২) এবং হ্যান্ডকাফসহ পালানো ফারুক হোসেনকে গ্রেফতার করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন, এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ফারুককে গ্রেফতার করে থানায় নেওয়ার সময় তার লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনজন পুলিশ আহত হন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং সকালে হ্যান্ডকাফসহ ফারুককেও ধরা হয়েছে। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৪ আগস্ট ২০২৫