Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে হুমায়ুন কবির বেপারীর পক্ষে লিফলেট বিতরণ
হুমায়ুন

ফরিদগঞ্জে হুমায়ুন কবির বেপারীর পক্ষে লিফলেট বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের চৌরঙ্গী বাজার ও কড়ৈতলী বাজারসহ আশপাশের এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

ভার্চুয়ালি যুক্ত হয়ে হুমায়ুন কবির বেপারী বলেন, “আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাংস্কৃতিক শক্তিকে যুক্ত করছি। তৃণমূলের মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগই পরিবর্তনের প্রথম ধাপ।”

লিফলেট বিতরণ কালে নেতা-কর্মীরা দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারী ক্লিন ইমেজের নেতা হিসেবে দল তাকে ধানের শীষের মনোনয়ন দিবে বলে বক্তব্যে বলেন নেতা কর্মীরা।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আবুল হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান ও তোফায়েল আহমেদ, সদস্য জাকির হোসেন, কামাল হোসেন, ইমরান পাটোয়ারী, হোসেন ও মাসুদ গাজী প্রমুখ।

এ সময় স্থানীয় বাজারজুড়ে নেতা-কর্মীদের এ লিফলেট বিতরণে উৎসাহ প্রকাশ করেন সাধারণ ভোটাররাও।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৬ অক্টোবর ২০২৫