Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে হাদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হাদিয়া

ফরিদগঞ্জে হাদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে একঝাক উদ্যমী ও মেধাবী তরুণদের সমন্বয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈকিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাদিয়া ফাউন্ডেশন’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির সদস্যরা।

২৬ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ মোহাম্মদীয়া জামে মসজিদের পাশে আয়োজিত অনুষ্ঠানে হতে ৩দিন ব্যাপী এই কর্মসূচিতে অসহায় শিক্ষার্থীদের কোরআন শরীফ, প্রয়োজনীয় পোশাকসহ নানা শিক্ষা উপকরণ প্রদান, অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

হাদিয়া ফাউন্ডেশনের সভাপতি মো. মহিন হোসেন’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. শরীফ খঁান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, কুমিল্লা সিটি কর্পোরেশনের হিসাব রক্ষক মো. নুর নবী আজাদ, ঢাকা থেকে আগত অভিজ্ঞ চক্ষু চিকিৎসক এসকে বাইজিদ হোসাইন, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন প্রমুখ।
এছাড়াও হাদিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মো. সজীব হোসেন, সাধারণ সম্পাদক শামীম শাকিল,চাঁদপুর জেলা প্রধান মো. জাহিদ হাসান, সহকারি প্রধান জিহাদ হাসান, প্রচার সম্পাদক শামসুল ইসলাম রনি, চাঁদপুর জেলা শাখার সদস্য জুবায়ের মুন, মো. জাফর হোসেন, মো. আরিফুর রহমান, রুমানা রহমান, জান্নাত আক্তার, ঢাকা জেলার সদস্য মালিহা রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হাদিয়া ফাউন্ডেশনের সাগঠনিক সূত্রে জানাগেছে, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় মানুষের সেবায় কাজ করে আসছে, যেমন ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ইফতার বিতরণ, ঈদ উপহার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার খরছ যোগান, করোনা কালিন সময়ে সচেতনতা মূলক প্রচারণা, খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

প্রতিবেদক: শিমুল হাছান,২৭ আগস্ট ২০২২